|
পরীক্ষার্থীদের জন্য পালনীয় বিধিবিধান ১। পরীক্ষা আরম্ভ ও শেষ হওয়ার পনেরো মিনিট পূর্বে সতর্কীকরণ ঘন্টা বাজানো হইবে। প্রথম সতর্কীকরণ ঘন্টা বাজিবার সাথে সাথে শিক্ষার্থীরা নিজ নিজ আসনে নিরবে বসিয়া পড়িবে। ২। কোন পরীক্ষার্থীকে কেবলমাত্র প্রবেশপত্র ছাড়া অন্য কোন নোট, কাগজ, বইপত্র ও মোবাইল ফোন সঙ্গে আনতে দেওয়া হইবেনা। ৩। পরীক্ষা আরম্ভ হওয়ার অর্ধ ঘন্টা পর কোন পরীক্ষার্থীকে হলে প্রবেশ করিতে দেওয়া হইবে না। অর্ধ ঘন্টা পর আসিলে হল পরিচালকের (নেগরানে আ’লা) অনুমতি সাপেক্ষে প্রবেশ করিতে পারিবে। ৪। এক ঘন্টা অতিবাহিত হওয়ার পূর্বে কোন পরীক্ষার্থীর উত্তরপত্র জমা নেওয়া হইবেনা ৫। পরীক্ষার্থীরা প্রথমেই উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার রোল নং সঠিকভাবে পূরণ করিবে। উত্তরপত্র জমা দেওয়ার সময় পরীক্ষার্থীদের দস্তখতপত্রে রোল নম্বর সতর্কতার সহিত দেখিয়া দস্তখত করিবে। দস্তখত না করিলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল বলিয়া গন্য হইবে। ৬। কোন প্রয়োজন দেখা দিলে নিজ স্থানে নিরবে দাঁড়াইয়া যাইবে। স্থান ত্যাগ করিবে না এবং শব্দ করিবে না। ৭। পরীক্ষার্থীদের জন্য লাল কালি ও পেন্সিল ব্যবহার নিষিদ্ধ। ৮। উত্তরপত্রে প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট বিষয় ব্যতিত অন্য কিছু লিখা কঠিন শাস্তিযোগ্য অপরাধ। ৯। পরীক্ষাকেন্দ্রে কোন প্রকার অবৈধ পন্থা অবলম্বন করা যাইবে না। ১০। উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্র কিছু লেখা বা দাগ দেয়া নিষিদ্ধ। ১১। পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্। |